Table of Contents
📚 চাকরির প্রস্তুতির জন্য ৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে অনেক প্রশ্ন আসে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করতে চাইলে এই প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ রাখা দরকার। আশা করি, এগুলো তোমার স্বপ্ন পূরণের পথে সহায়ক হবে।
🇧🇩 বাংলাদেশ বিষয়াবলী
- বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে?
➤ ২৬ মার্চ, ১৯৭১ - বাংলাদেশের জাতীয় সংগীত কে রচনা করেছেন?
➤ রবীন্দ্রনাথ ঠাকুর - বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
➤ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - বাংলাদেশের মুদ্রার নাম কী?
➤ টাকা (৳) - জাতীয় সংসদ ভবনের নকশা কে তৈরি করেন?
➤ লুই আই কান - বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
➤ রাঙামাটি - বাংলাদেশের জাতীয় ফুলের নাম কী?
➤ শাপলা - বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
➤ বেগম খালেদা জিয়া - বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
➤ সাকা হাফং (১,০৫২ মিটার) - বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোনটি?
➤ বেনাপোল স্থলবন্দর
🌍 আন্তর্জাতিক বিষয়াবলী
- জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
➤ ২৪ অক্টোবর, ১৯৪৫ - বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি?
➤ এশিয়া - বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
➤ নীল নদ - বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
➤ রাশিয়া - বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কোনটি?
➤ কক্সবাজার, বাংলাদেশ - নোবেল পুরস্কার কে প্রবর্তন করেন?
➤ আলফ্রেড নোবেল - বিশ্বের সবচেয়ে বড় প্রাণী কোনটি?
➤ নীল তিমি - পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
➤ এভারেস্ট (৮,৮৪৮.৮৬ মিটার) - গুগলের প্রতিষ্ঠাতা কারা?
➤ ল্যারি পেজ ও সের্গেই ব্রিন - ফিফা বিশ্বকাপ কত বছর পর অনুষ্ঠিত হয়?
➤ ৪ বছর পর
🔬 বিজ্ঞান ও প্রযুক্তি
- পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণী কোনটি?
➤ চিতা (১২০ কিমি/ঘণ্টা) - কোন গ্যাসকে জীবনদায়ী গ্যাস বলা হয়?
➤ অক্সিজেন - সূর্যের শক্তির প্রধান উৎস কী?
➤ নিউক্লিয়ার ফিউশন - কম্পিউটারের জনক কে?
➤ চার্লস ব্যাবেজ - ডিএনএ’র পূর্ণরূপ কী?
➤ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড - মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি?
➤ ত্বক - পৃথিবীর সবচেয়ে দূষিত নদী কোনটি?
➤ গঙ্গা নদী - পৃথিবীর সবচেয়ে ছোট পাখি কোনটি?
➤ হামিংবার্ড - বিদ্যুতের এককের নাম কী?
➤ ভোল্ট - নিউটনের গতির প্রথম সূত্র কী নামে পরিচিত?
➤ জড়তার সূত্র
🏛 ইতিহাস ও ঐতিহ্য
- বাংলার নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন?
➤ পলাশীর যুদ্ধ (১৭৫৭) - মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
➤ বাবর - ইউরোপীয়রা প্রথম কোন দেশে কলোনি স্থাপন করে?
➤ ভারত - স্বাধীনতার ঘোষণা কোথা থেকে দেয়া হয়?
➤ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র - মহাত্মা গান্ধীর জন্ম কোথায়?
➤ গুজরাট, ভারত - বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কে রচনা করেন?
➤ নাথানিয়েল ব্রাসি হ্যালহেড - রক্তদান দিবস কবে পালিত হয়?
➤ ১৪ জুন - বাঙালির প্রথম উপন্যাস কোনটি?
➤ আলালের ঘরের দুলাল - বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোনটি?
➤ মেসোপটেমিয়ান সভ্যতা - ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি কে লিখেছেন?
➤ আবদুল গাফফার চৌধুরী
⚽ খেলাধুলা
- ক্রিকেট বিশ্বকাপ প্রথম কবে অনুষ্ঠিত হয়?
➤ ১৯৭৫ সালে - ফুটবলের জনক কোন দেশ?
➤ ইংল্যান্ড - বাংলাদেশ ক্রিকেট দলের ডাকনাম কী?
➤ টাইগারস - বিশ্বের দ্রুততম মানব কে?
➤ উসাইন বোল্ট - সর্বাধিক অলিম্পিক স্বর্ণপদকজয়ী অ্যাথলেট কে?
➤ মাইকেল ফেল্পস - ফিফা বিশ্বকাপ ট্রফির নাম কী?
➤ জুলে রিমে কাপ - শচীন টেন্ডুলকার কতটি আন্তর্জাতিক শতক করেছেন?
➤ ১০০টি - সর্বপ্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হয়?
➤ ২০০৭ সালে - বাংলাদেশের প্রথম অলিম্পিয়ান কে?
➤ সৈয়দ মোদাস্সের হোসেন - ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জেতে?
➤ ভারত
🔥 শেষ কথা:
এই ৫০টি সাধারণ জ্ঞান প্রশ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমার অনেক উপকারে আসবে। কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে নিশ্চয়ই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে। নিজের প্রতি বিশ্বাস রেখো, সফলতাই তোমার অপেক্ষায়! 💪✨