প্রাচীনকাল থেকে সমসাময়িক ইতিহাস বিষয়ক ৫০টি প্রশ্ন

ইতিহাস

প্রাচীনকাল থেকে সমসাময়িক ইতিহাস বিষয়ক সংক্ষিপ্ত ৫০টি প্রশ্ন ও উত্তর

প্রাচীন ইতিহাস

  1. বিশ্বের প্রথম সভ্যতা কোনটি?
    উত্তর: মেসোপটেমীয় সভ্যতা।

  2. মিশরের বিখ্যাত পিরামিড কোন ফেরাউনের জন্য নির্মিত হয়েছিল?
    উত্তর: খুফু।

  3. সিন্ধু সভ্যতার প্রধান দুটি নগর কোনগুলো?
    উত্তর: মহেঞ্জোদাড়ো ও হরপ্পা।

  4. প্রাচীন চীনের বিখ্যাত দার্শনিক কে?
    উত্তর: কনফুসিয়াস।

  5. রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
    উত্তর: অক্টাভিয়ান (অগাস্টাস সিজার)।

  6. আলেকজান্ডার দ্য গ্রেটের শিক্ষক কে ছিলেন?
    উত্তর: অ্যারিস্টটল।

  7. বিশ্বের প্রথম লিখিত আইন কোনটি?
    উত্তর: হাম্মুরাবির বিধি।

  8. অ্যাথেন্স কোন সভ্যতার অন্তর্ভুক্ত ছিল?
    উত্তর: গ্রীক সভ্যতা।

  9. রোমানদের বিখ্যাত সেনাবাহিনীর নাম কী?
    উত্তর: রোমান লিজিয়ন।

  10. মায়া সভ্যতা কোন অঞ্চলে বিকশিত হয়েছিল?
    উত্তর: মধ্য আমেরিকা।

মধ্যযুগীয় ইতিহাস

  1. ইসলামের প্রতিষ্ঠাতা কে?
    উত্তর: হযরত মুহাম্মদ (সা.)।

  2. চেঙ্গিস খান কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন?
    উত্তর: মঙ্গোল সাম্রাজ্য।

  3. বাগদাদে প্রতিষ্ঠিত মুসলিম স্বর্ণযুগের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম কী?
    উত্তর: বাইতুল হিকমা।

  4. প্রথম ক্রুসেড যুদ্ধ কবে শুরু হয়?
    উত্তর: ১০৯৫ সালে।

  5. অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
    উত্তর: ওসমান গাজী।

  6. বিখ্যাত চীনা পর্যটক মার্কো পোলো কোন দেশে ভ্রমণ করেছিলেন?
    উত্তর: চীন।

  7. মধ্যযুগের ইউরোপের বিখ্যাত কৃষি ব্যবস্থা কী নামে পরিচিত?
    উত্তর: সামন্ততান্ত্রিক ব্যবস্থা।

  8. বিজয় সালাউদ্দিন আইউবির সাথে কার যুদ্ধ হয়েছিল?
    উত্তর: রাজা রিচার্ড (তৃতীয় ক্রুসেড)।

  9. টেম্পলার নাইটরা কোন ধর্মীয় যুদ্ধে অংশ নিয়েছিল?
    উত্তর: ক্রুসেড যুদ্ধ।

  10. মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
    উত্তর: বাবর।

আধুনিক ইতিহাস

  1. আমেরিকার স্বাধীনতা ঘোষণা কবে হয়েছিল?
    উত্তর: ৪ জুলাই, ১৭৭৬।

  2. ফরাসি বিপ্লবের প্রধান কারণ কী ছিল?
    উত্তর: সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য।

  3. নেপোলিয়ন কোন দেশের সম্রাট ছিলেন?
    উত্তর: ফ্রান্স।

  4. শিল্প বিপ্লব প্রথম কোথায় শুরু হয়?
    উত্তর: ব্রিটেনে।

  5. প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল?
    উত্তর: ১৯১৪ সালে।

  6. রুশ বিপ্লবের নেতা কে ছিলেন?
    উত্তর: ভ্লাদিমির লেনিন।

  7. মহাত্মা গান্ধীর নেতৃত্বে কোন আন্দোলন হয়েছিল?
    উত্তর: অহিংস আন্দোলন।

  8. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
    উত্তর: ১৯৩৯ সালে।

  9. হিটলার কোন দেশের নেতা ছিলেন?
    উত্তর: জার্মানি।

  10. পার্ল হারবার হামলা কবে হয়েছিল?
    উত্তর: ৭ ডিসেম্বর, ১৯৪১।

সমসাময়িক ইতিহাস

  1. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
    উত্তর: ১৯৪৫ সালে।

  2. হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা কবে ফেলা হয়?
    উত্তর: ৬ ও ৯ আগস্ট, ১৯৪৫।

  3. শীতল যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে হয়েছিল?
    উত্তর: যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন।

  4. বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করে?
    উত্তর: ২৬ মার্চ, ১৯৭১।

  5. সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় কবে?
    উত্তর: ১৯৯১ সালে।

  6. নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন?
    উত্তর: দক্ষিণ আফ্রিকা।

  7. ইন্টারনেট বিপ্লব কোন দশকে শুরু হয়?
    উত্তর: ১৯৯০-এর দশকে।

  8. ২০০১ সালের ১১ সেপ্টেম্বর কী ঘটেছিল?
    উত্তর: ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলা।

  9. ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় কবে?
    উত্তর: ১৯৯৩ সালে।

  10. ফেসবুক কোন সালে প্রতিষ্ঠিত হয়?
    উত্তর: ২০০৪ সালে।

  11. আরব বসন্ত আন্দোলন কবে শুরু হয়?
    উত্তর: ২০১০ সালে।

  12. ব্রেক্সিট কী?
    উত্তর: যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া।

  13. করোনাভাইরাস মহামারি আনুষ্ঠানিকভাবে কবে শুরু হয়?
    উত্তর: ২০২০ সালে।

  14. চন্দ্রযান সফলভাবে চাঁদে অবতরণ করে কবে?
    উত্তর: ২৩ আগস্ট, ২০২৩।

  15. ২০২২ সালে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ হয়েছিল?
    উত্তর: আর্জেন্টিনা।

  16. বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি?
    উত্তর: ভারত (২০২৩ সাল থেকে)।

  17. ২০২৪ সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
    উত্তর: প্যারিস, ফ্রান্স।

  18. বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী কোন দেশের?
    উত্তর: যুক্তরাষ্ট্র।

  19. মঙ্গল গ্রহে প্রথম সফল রোভার পাঠায় কোন দেশ?
    উত্তর: যুক্তরাষ্ট্র (NASA, ১৯৯৭)।

  20. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়?
    উত্তর: ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে আরো প্রশ্ন

আমাদের ইউটিউব চ্যালেন

Related Posts

আদমশুমারি

আদমশুমারি বিষয়ক গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন

আদমশুমারি বিষয়ক গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন আদমশুমারি কী?আদমশুমারি হল দেশের জনসংখ্যা, বসবাসের স্থান, অর্থনৈতিক অবস্থা এবং অন্যান্য সামাজিক তথ্য সংগ্রহের একটি প্রক্রিয়া। আদমশুমারি কখন শুরু হয়?আদমশুমারি সাধারণত প্রতি ১০ বছর পর পর…

Read more
খাদ্য

খাদ্য বিষয়ক ৪৩টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

খাদ্য বিষয়ক ৪৩টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে আরো প্রশ্ন ও উত্তর ইউটিউব চ্যানেল

Read more
বাংলাদেশের স্বাধীনতা

বাংলাদেশের স্বাধীনতা বিষয়ক ৫০টি প্রশ্ন

বাংলাদেশের স্বাধীনতা বিষয়ক গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে আরো প্রশ্ন ও উত্তর ইউটিউব চ্যানেল

Read more
গোষ্ঠী ও উপজাতি

গোষ্ঠী ও উপজাতি বিষয়ক গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন

গোষ্ঠী ও উপজাতি বিষয়ক গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে আরো প্রশ্ন ও উত্তর ইউটিউব চ্যানেল

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *